gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
আজ থেকে পরিবহন ধর্মঘট
প্রকাশ : বৃহস্পতিবার, ৪ নভেম্বর , ২০২১, ০৮:৩০:৪৩ পিএম
কাগজ সংবাদ:
1636036762.jpg
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ শুক্রবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সারাদেশে সকল গণপরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মালিক-শ্রমিকদের সংগঠন। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টুু। ঢাকা ছাড়াও বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরে মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভায় এ ঘোষণা দেয়া হয়েছে। সভায় তারা জানান, প্রতি লিটার তেলে ১৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। যা পরিবহন সেক্টরের ক্ষতির কারণ।  শ্রমিক নেতারা আরও জানান, বুধবার মধ্যরাত থেকে ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। এ নিয়ে সারাদেশের পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা নিজেদের মধ্যে বৈঠক করেছেন। এসব বৈঠক থেকেই ভাড়া বৃদ্ধির ঘোষণা না দেয়া পর্যন্ত পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরে মালিক শ্রমিক ঐক্য পরিষদের এক জরুরি বৈঠকে অংশ নেন যশোর জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির সভাপতি পবিত্র কাপুড়িয়া, যশোর বাস মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান বাবলু, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক অসীম কুন্ডু, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ফুলু, চাঁচড়া শ্রমিক ইউনিয়নের (৪৬২) সভাপতি  বিশ্বনাথ বিষুসহ অন্যান্যরা। সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ মানুষের আয় ও জীবনযাপনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে মহামারি করোনাভাইরাস। করোনার প্রকোপ কমে এলেও সাধারণ মানুষের জীবনে এখনো এর প্রভাব রয়ে গেছে। অনেকের আয় কমে গেছে। এ পরিস্থিতিতে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যাবে। কারণ ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার কারণে পরিবহন ও উৎপাদন ব্যয় বেড়ে যাবে। ফলে, বাড়বে সব ধরনের দ্রব্যের মূল্যও। এতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাবে। পাশাপাশি মূল্যস্ফীতিও বাড়বে।অন্যদিকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা করে বাড়িয়ে বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বগতির কারণে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশ তেলের দাম সমন্বয় করছে। গত ১ নভেম্বর ভারতে ডিজেলের বাজার মূল্য লিটার প্রতি ১২৪ দশমিক ৪১ টাকা বা ১০১ দশমিক ৫৬ রুপি ছিল। বাংলাদেশে ডিজেলের মূল্য প্রতি লিটার ৬৫ টাকা অর্থাৎ ভারতের চেয়ে ৫৯ দশমিক ৪১ টাকা কম।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান ক্রয়মূল্য বিবেচনা করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ডিজেলে লিটার প্রতি ১৩ দশমিক এক টাকা কমে বিক্রি করছে। অন্যদিকে ফার্নেস অয়েল বিক্রি করছে লিটার প্রতি ছয় দশমিক ২১ টাকা কমে। এতে প্রতিদিন প্রায় ২০কোটি টাকা লোকসান দিচ্ছে বিপিসি। অক্টোবরে বিভিন্ন গ্রেডের  পেট্রোলিয়াম পণ্য বর্তমান দামে সরবরাহ করায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের  মোট সাতশ’ ২৬ কোটি ৭১ লাখ টাকা লোকসান হয়েছে।এদিকে, লন্ডন সফররত বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ভারতে তেল পাচার ঠেকাতেই বাধ্য হয়ে ডিজেল-কেরোসিনের দাম বাড়ানো হয়েছে। তবে কৃষকদের সেচখাতে ভর্তুকির বিষয়ে চিন্তাভাবনা চলছে বলেও জানান তিনি। 

আরও খবর

🔝