gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
খোঁজা হচ্ছে ভয়ংকর ক্রিস্টাল মেথ কারাবারে জড়িত চক্রকে

❒ রিনা খাতুনের তথ্যে সর্তক পুলিশ

প্রকাশ : শনিবার, ১৩ নভেম্বর , ২০২১, ০৯:৪৯:৪৯ পিএম
বিশেষ প্রতিনিধি:
1636818639.jpg
যশোরের প্রথমবারের মতো নতুন মাদক ভয়ংকর ক্রিস্টাল মেথ আইস উদ্ধারের পর নড়েচড়ে বসেছে পুলিশ। ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ আটক রিনা খাতুনের বক্তব্যে ভয়ংকর এই কারবারে যশোরের একটি চক্র জড়িত বলে তথ্যে মিলেছে। আর ওই তথ্যে জেলা গোয়েন্দা শাখা ডিবি ও থানা পুলিশ তাদের শনাক্ত এবং আটকে অভিযান শুরু করেছে। পুলিশ বলছে, বিশেষ করে যশোর সিটি কলেজপাড়া, বারান্দীপাড়া ও চাঁচড়া রায়পাড়া এলাকায় পুলিশি নজরদারি চলছে। এছাড়া রিনা খাতুনের রিমান্ড মঞ্জুর হলে এই ব্যবসায় ঢাকা ও যশোরের জড়িতদের ব্যাপারে পরিস্কার তথ্য মিলতে পারে।১১ নভেম্বর রাতে গোপন সংবাদে ডিবি তথ্য পায় ক্রিস্টাল মেথ আইস নিয়ে এক নারী যশোরের সিটি কলেজ পাড়ায় অবস্থান করছে। এই তথ্যে ডিবির পরিদর্শক শাহিনুর রহমানের নেতৃত্বে সিটি কলেজের পূর্ব পাশের গলির নিরঞ্জন লষ্করের বাড়ির সামনে অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই শাহিনুর রহমান, এএসআই আশরাফুল এএসআই ইপি বালা অংশ নেন। অভিযানের সময় এক নারী পালানোর চেষ্টা করেন। এসময় ধাওয়া করে আটক করা হয় তাকে। আটককৃত নারী তার রিনা খাতুন এবং ঠিকানা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর সাদিপুর বাজার এলাকা বলে জানান। তার স্বামী মামুন মন্ডল। তার শরীর তল্লাশি করে পাজামায় গোঁজা অবস্থায় ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই গ্রাম ভয়ংকর ‘ক্রিস্টাল মেথ’ উদ্ধার করা হয়। এই দুই গ্রাম আইসের মূল্য এক লাখ টাকা।  ডিবি জানায়, নতুন মাদক হিসেবে খ্যাত ক্রিস্টাল মেথ যশোরে প্রথম আটক হয়েছে এবং এটা ভয়ংকর মাদক। আটক ওই নারী নিজেই ইয়াবা ও আইসের কথা স্বীকার করেছে। আটক রিনা খাতুন আটকের সময় পুলিশকে জানিয়েছেন, তিনি ৫ হাজার টাকার বিনিময়ে এই মাদক ঢাকার গাবতলি থেকে যশোরে নিয়ে আসেন। ঢাকার একজন অপরিচিত লোক তার হাতে একটি টুপলা তুলে দেয়। তিনি ৩ দিন আগে যশোরে সেটি নিয়ে আসেন। তার এক ফুফু (বুড়ি নামে পরিচিত, বাড়ি মহিলা কলেজ গেটের সামনে) ওই মাদক যশোরে আনতে বললে তিনি ৫ হাজার টাকার জন্য গাবতলি থেকে তা নিয়ে আসেন।  ওই তথ্যে পুলিশ নড়েচড়ে বসেছে। যশোর সিটি কলেজ পাড়ার কে সেই বুড়ি ফুফু তার খোঁজ চলছে। এছাড়া ওই ব্যবসায় যশোরের একটি চক্র জড়িত এমন তথ্য পরিস্কার হওয়ায় তদন্ত শুরু করেছে ডিবি ও থানা পুলিশ। রিনা খাতুন আটকের পর থেকে পুলিশ সিটিকলেজ পাড়া, বারান্দীপাড়া, শংকরপুর ও চাঁচড়া রায়পাড়ায় অভিযান চালিয়েছে। এছাড়া ঢাকার চক্র পর্যন্ত পৌঁছাবে পুলিশ। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানিয়েছেন, ক্রিস্টাল মেথ আইস ব্যবসায় যশোরের চক্রকে শনাক্ত করার চেষ্টা চলছে। আটক রিনা যে তথ্য দিয়েছে তাতে রাজধানীর একটি চক্র জোরেসোরে সক্রিয় রয়েছে। এছাড়া যশোরেও এই ব্যবসা শুরু হয়েছে। ওই তথ্যে অভিযান চলমান রয়েছে। 

আরও খবর

🔝