gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যুবলীগ কর্মী পলাশ হত্যার ১৭ দিন পর রহস্য উদঘাটন
প্রকাশ : শনিবার, ১৩ নভেম্বর , ২০২১, ০৯:৫৬:২২ পিএম
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
1636819022.jpg
লোহাগড়ায় যুবলীগ কর্মী পলাশ মাহমুদ হত্যার ১৭ দিন পর মামলার অন্যতম আসামি রুবেল শেখকে ঢাকার একটি রেস্তোরাঁ থেকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক হত্যাকান্ডে ব্যবহৃত একটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় লোহাগড়া থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ১২ নভেম্বর রাতে ঢাকার মোহাম্মাদপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি রুবেল শেখকে (২৭) আটক করেন। রুবেলের স্বীকারোক্তি মোতাবেক ঘটনাস্থলের পাশে নবগঙ্গা নদী থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি মাছ ধরার ‘ফুলকুচি’ উদ্ধার করা হয়। ওই দিন দুপুরে নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রুবেল। লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, মূলত: আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন বিরোধ ছিলো। বিরোধের কারণেই হত্যা সংঘটিত হয়েছে। মামলার অপর আসামিদের আটকের চেষ্টা চলছে।উল্লেখ্য,গত ২৫ অক্টোবর রাতে উপজেলার চরমল্লিকপুর গ্রামের খোকন শেখের ছেলে যুবলীগ কর্মী পলাশ মাহমুদকে (২৮) ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২৮ অক্টোবর নিহতের মা পলি বেগম ২২জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করেন। 

আরও খবর

🔝