gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
চাকু মাদকদ্রব্যসহ চার সন্ত্রাসী আটক
প্রকাশ : সোমবার, ২৫ এপ্রিল , ২০২২, ০৯:৩২:২০ পিএম
কাগজ সংবাদ:
1650900840.jpg
যশোরে বার্মিজ চাকু, ফেনসিডিল, ইয়াবা ও মোটরসাইকেলসহ চার সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ আটক চারজনসহ ছয়জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছে। পুলিশের দাবি, শহরের ছিনতাইকারী চক্রের হোতা ও একাধিক মামলার আসামি গোল্ডেন সাব্বিরসহ দু’জন পালিয়ে গেছে।আটকরা হচ্ছে, শহরের শংকরপুর বটতলা মসজিদ এলাকার তোতা মিয়া ওরফে মেজোর ছেলে আকাশ, নীলগঞ্জ সাহাপাড়ার সাইদুল গাজীর ছেলে বিদুল গাজী, রুস্তুম গাজীর ছেলে আব্দুল্লাহ হোসেন জয় ও বারান্দি মোল্লাপাড়া আমতলার ইউনুস আলী শান্তির ছেলে শুকুর আলী। পুলিশ জানিয়েছে, আটক আকাশের বিরুদ্ধে দু’টি হত্যা, একটি অস্ত্র ও একটি মারামারির মামলা রয়েছে। আর শুকুর আলীর বিরুদ্ধে দু’টি মাদকের মামলা ও একটি জিডি রয়েছে। এছাড়া আব্দুল্লাহ হোসেন জয়ের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা রয়েছে।  পলাতক আসামিরা হচ্ছে, শংকরপুর বটতলা মসজিদ এলাকার মেসিয়ার খোকনের ছেলে গোল্ডেন সাব্বির ও বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার বাপ্পি। পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজারের আজিম স মিলের সামনে অভিযান চালায়। এসময় ওই চারজনকে আটক করা হয়। তখন চিহ্নিত সন্ত্রাসী গোল্ডেন সাব্বির ও বাপ্পি পালিয়ে যায়। আটকদের কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল, ১০ পিচ ইয়াবা, একটি বার্মিজ চাকু ও দু’টি নম্বর বিহীন অ্যাপাচি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আরও খবর

🔝