gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
তারকাদের ঈদ পরিকল্পনা
প্রকাশ : শনিবার, ৩০ এপ্রিল , ২০২২, ০২:৩৫:৩৫ পিএম
বিনোদন ডেস্ক:
1651307760.jpg
দোরগোড়ায় ঈদুল ফিতর। শত ব্যস্ততার মধ্যে শোবিজ তারকারা ঈদ উদযাপনের প্রস্তুতি নিতে ভুলছেন না। জনপ্রিয় কয়েকজন তারকা জানিয়েছেন তাদের এবারের ঈদ পরিকল্পনার কথা। একটি পদ হলেও রান্না করবজয়া আহসানআমি এখন ইরানি চলচ্চিত্রকার অতাশ জমজমের পরিচালনায় ‘ফেরেশতে’ নামের একটি সিনেমায় কাজ করছি। বেশির ভাগ কাজ শেষ, আর অল্প কদিন বাকি। আশা করছি ঈদের কদিন আগেই পুরো শ্যুটিং শেষ হবে। এই ছবির কাজ টানা শেষ করছি। তাই ঈদের সময় একটু বিশ্রামে থাকব। কোথাও ছুটোছুটির ইচ্ছে নেই। মা, ভাই-বোন আর বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটবে। ঈদের দিন একটি পদ হলেও আমি রান্না করি। এবারও করব, তবে কী রান্না করব তা এখনো জানি না। গরমের মধ্যে ঈদে আমি সাধারণত ভারী কোনো পোশাক বা সাজ পছন্দ করি না। ছিমছাম সাজে সুতি পোশাকেই দিনটি পার হয়ে যাবে। ঘরোয়া ঈদ বলতে যা বোঝায় আর কি!প্রচুর উপহার পেয়েছিআঁখি আলমগীরঈদের দিন থেকেই তো বাইরের কাজের ছুটি। এরপর কয়েকটা দিন নিজের মতো করে কাটাব। তবে ঈদের দিনেই যে খুব আরাম করতে পারব তা কিন্তু নয়। ঈদে আমার দুই মেয়ে ও পরিবার পরিজনের জন্য নিজ হাতে রান্না করতে খুব ভালোবাসি। আমার হাতের ঝাল গরুর মাংস, চিকেন রোস্ট আর পোলাও সবাই খুব পছন্দ করে। সঙ্গে স্পেশাল সেমাই তো থাকবেই। তবে ঈদের দিন দুপুরে মায়ের বাসায় আর রাতে আমরা যাই বাবার বাসায়। যদিও এবার বাবার বাসায় ঈদের রাতে যেতে পারব না। নানার সঙ্গে সময় কাটাতে মেয়েরা যাবে। কারণ রাতেই এশিয়ান টেলিভিশনে আমার লাইভ কনসার্ট রয়েছে। সারা দিন গরমে সুতি পোশাক পরলেও রাতে সবচেয়ে গর্জিয়াস শাড়িটাই পরব। সঙ্গে ভারী সাজ থাকবে। এবার অনেক উপহার পেয়েছি। আপনজন তো আছেই, দেশের বিখ্যাত অনেক ফ্যাশন ব্র্যান্ড থেকেও প্রচুর উপহার পেয়েছি।এবার ঈদ খুবই স্পেশালসিয়াম আহমেদএকাধিক কারণে আমার এবারের খুবই স্পেশাল। প্রথমত একজন বাবা হিসেবে এটাই প্রথম ঈদ। আমার ছেলের প্রথম ঈদ। একই সঙ্গে আমার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘শান’ মুক্তি পাচ্ছে ঈদের দিন। তাই পরিবার এবং ভক্ত, আমার দুই পরিবারকেই সমানভাবে সময় দেব। খুব ব্যস্ততায় কাটবে আমার ঈদ। ভক্তদের জন্য অনেক পরিশ্রম করে দারুণ একটি বিনোদনমূলক মানসম্মত ও সময়োপযোগী সিনেমা আমরা উপহার দিচ্ছি। তারা ছবিটি সানন্দে গ্রহণ করলে সেটাই হবে তাদের পক্ষ থেকে আমার ঈদ উপহার। সবাই পুরো পরিবার নিয়ে শান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। হয়তো কারও কারও সঙ্গে ঈদের দিন সিনেমা হলে দেখাও হয়ে যাবে। চোখের সাজে এক্সপেরিমেন্ট করবসাবিলা নূরসবাই জানেন, টেলিভিশন তারকাদের রোজার মাসে ঈদের নাটকের শ্যুটিং নিয়ে কী পরিমাণ ব্যস্ততা থাকে। গত দু-তিন বছর ঈদসহ কোনো উৎসবেই সেভাবে পরিবারকে সময় দিতে পারি না। তার পরও তারা আমার কাজে যেভাবে সাপোর্ট করে তা বলে শেষ করা যাবে না। এবারও ঈদে সেভাবে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারব না। মাত্র দুদিন ঈদের ছুটি পাচ্ছি। ঈদের তৃতীয় ও চতুর্থ দিনেই আবার একটি নাটকের শিডিউল দেওয়া আছে অপূর্ব ভাইয়ের সঙ্গে। ঈদের দিন বাড়িতেই থাকব। শ^শুরবাড়ি, বাবার বাড়ি-দুজাগাতেই যাওয়া হবে। আমি সেভাবে কিছু রান্নাবান্না করি না। তবে ইচ্ছে আছে একটু সাজগোজ করার। গরমের মধ্যে ঈদ হচ্ছে, তাই কটনের সালোয়ার-কামিজই বেছে নেব। সবাই জানেন, আমি খুব একটা সাজগোজ পছন্দ করি না। বিশেষ করে নাটকেও চোখের সাজ খুব একটা থাকে না। তবে ঈদের দিন একটু চোখের সাজ নিয়ে এক্সপেরিমেন্ট করব। আমার স্বামী আমাকে পিকক গ্রিন কালারের সুন্দর একটি সালোয়ার-কামিজ উপহার দিয়েছে। আর বাবা-মা দিয়েছে গোলাপি একটি সালোয়ার-কামিজ। আমি অবশ্য এখনো কাউকে কিছু উপহার দিইনি। সময় করে সবার জন্যই কিনব। এবার ঈদের সবচেয়ে ভালো দিক হলো আমার ভাইয়া অস্ট্রেলিয়া থেকে পুরো পরিবার নিয়ে দেশে ফিরেছেন ঈদ করবেন বলে। অনেক দিন পর তাদের সঙ্গে ঈদ করব, ভাবতেই মন আনন্দে ভরে যাচ্ছে।শোবিজের বন্ধুদের সঙ্গে আড্ডা দেবপ্রীতম হাসানএবার ঈদে আমার নতুন কোনো গান আসছে না। তবে গত ২৮ এপ্রিল দেশীয় একটি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে আমার অভিনীত একটি কনটেন্ট। নুহাশ হুমায়ূন পরিচালিত ভৌতিক ওয়েব সিরিজ ‘ষ’-এর শেষ গল্প ‘নিশির ডাক’-এ অভিনয় করেছি। একেবারে ভিন্ন রকম একটি চরিত্রে আমাকে দেখছেন দর্শক। এটিই ভক্তদের জন্য আমার ঈদ উপহার। আর নিজের ঈদ উদযাপনের কথা বললে, সবচেয়ে ভালো লাগে ঢাকার নিরিবিলি পরিবেশ। ঘরোয়াভাবে ঈদ করলেও এমন ফাঁকা রাস্তায় না বেরোলে হয়ই না। কারণ সারা বছর ব্যস্ত ঢাকা দেখতে দেখতে আমরা ক্লান্ত। ইচ্ছে আছে শোবিজের বন্ধু নুহাশ, সুনেরাহ, হৃদি শেখ, সালমান মুক্তাদিরের সঙ্গে ঈদের দিন কোথাও দেখা করার। প্রচুর আড্ডা হবে।অসহায়দের হাতে পোশাক তুলে দিয়েছিনুসরাত ফারিয়াঈদ মানে শুধু আনন্দ নয়। ঈদ আমাদের শেখায় সম্প্রীতি, ত্যাগ ও মানবতার কথা। অনেক ঈদ তো শুধু নিজের জন্য, নিজের মতো করে আপনজনদের সঙ্গে কাটালাম। বরাবরই সবাইকে ঈদের উপহার দিতে ভালোলাগে। কিন্তু এবার একটু ভিন্ন আয়োজন করেছি। একজন শোবিজ তারকা হিসেবে আমাদের অন্য পেশার মানুষদের থেকে অনেক বেশি পোশাক কেনা হয়। চমৎকার সেই পোশাকগুলোর একটা অংশ ব্যবহারই করা হয় না। সেই অব্যবহৃত বা কম ব্যবহৃত পোশাকগুলো আমি এবার তুলে দিয়েছি অসহায়দের হাতে। এ উদ্যোগ আমাকে সহায়তা করেছে সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান। যারা রাজধানীর ঢাকা উদ্যান ও গাবতলীর দুই বস্তির মানুষদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে। গত কোরবানির ঈদেও আমি সেখানে কাপড় দিয়েছি ১০ টাকার বিনিময়ে একেকটি পোশাক পাচ্ছে সুবিধাবঞ্চিত মানুষরা। তারা ফ্রিতে নিচ্ছেন না। কম টাকায় কিনে নিয়ে পরছেন। এটা তাদের কাছে অন্য রকম আনন্দের ব্যাপার হবে। আর এটাকে আমি দান বলছি না। বলছি উপহার।

আরও খবর

🔝