gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
স্বামী স্ত্রী পরিচয়ে ইজিবাইক ভাড়া : অজ্ঞান করে সর্বস্ব নিয়ে চম্পট

❒ মণিরামপুরের চালককে অজ্ঞান অবস্থায় যশোরে উদ্ধার

প্রকাশ : শুক্রবার, ১৯ আগস্ট , ২০২২, ০৯:৪৬:২৬ পিএম
কাগজ সংবাদ:
1660924023.jpg
স্বামী স্ত্রী পরিচয়ে ইজিবাইক ভাড়া করে এক বৃদ্ধ চালককে চেতনানাশক খাইয়ে সর্বস্ব নিয়ে গেছে সংঘবদ্ধ প্রতারক চক্র। ভুক্তভোগী বৃদ্ধের নাম আব্দুল ওয়াহাব। বাড়ি মণিরামপুরের মহাদেবপুরে। যশোর কালেক্টরেট চত্বরের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির অফিসের বাথরুমের পাশে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। বৃদ্ধের ইজিবাইক, একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার তিন’ শ টাকা নিয়ে গেছে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগও করা হয়েছে।  পরিবারের সদস্যরা জানিয়েছেন, ১৭ আগস্ট বিকেল সাড়ে ৩ টার দিকে থানা মোড় থেকে একজন মহিলা ও একজন পুরুষ যাত্রী নিয়ে সুতীঘাটার দিকে যান আব্দুল ওয়াহাব (৬০)। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। ওই দিন বিকেল থেকে গভীর রাত এবং পরের দিন ১৮ আগস্ট সন্ধ্যা পর্যন্ত তার খোঁজ পাননি পরিবারের সদস্যরা। এমনকি তার ফোনটিও বন্ধ পাওয়া যায়। এক পর্যায়ে ১৮ আগস্ট সন্ধ্যা ৭ টার দিকে তার জামাই যশোর টার্মিনাল এলাকার সোহাগ হোসেন এবং অন্যরা সংবাদ পান এক বৃদ্ধকে অজ্ঞান অবস্থায় যশোর কালেক্টরেট চত্বর থেকে উদ্ধার করে যশোর জেনালের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তারা গিয়ে বৃদ্ধ ইজিবাইক চালক আব্দুল ওয়াহাবকে শনাক্ত করেন। এদিকে এই সংবাদ গ্রামের কাগজ দপ্তরে আসলে ১৯ আগস্ট দুপুরে এ প্রতিবেদক হাসপাতালে যান। দুপরের একটু আগে জ্ঞান ফেরে তার। এসময় তিনি আধো আধো করে জানান, কবিরাজ বাড়ি যাবে বলে ৩শ’ টাকায় মণিরামপুর থেকে সুতীঘাটা পর্যন্ত ঠিক করে এক মহিলা ও পুরুষ। তারা স্বামী স্ত্রী পরিচয় দেয়। সুতীঘাটায় এসে তারা জানায়, একটু কাম সিন্দুর কিনতে হবে যশোরের বকচর পর্যন্ত যেতে হবে, আসা যাওয়া ভাড়া বাড়িয়ে  ৬শ’ করে দেবে। এরপর বকচর কোল্ডস্টোর মোড়ে পৌঁছালে ৩টি ক্লেমন কিনে কৌশলে ওই স্বামী স্ত্রী একটি খেতে দেয় বৃদ্ধকে। এরপর পুরুষটি জানায় চাচা আপনার বৌমা গাড়িতে বসুক, চলেন আমরা রিকসায় গিয়ে কাম সিন্দুর নিয়ে আসি। সরল বিশ্বাসে চালক আব্দুল ওয়াহাব ওই প্রতারকদের সাথে যান রিকসায়। এরপর কিছুদুর যাওয়ার পর থেকে আর কিছুই জানেন না। ওই ঘটনার দুদিন পর তিনি নিজেকে হাসপাতালে দেখতে পান। তার দেড় লাখ টাকার ইজিবাইক, নগদ ১৩শ’ টাকা ও একটি সিমফনি মোবাইল সেট নিয়ে গেছে ওই চক্রটি।এ ব্যাপারে আব্দুল ওয়াহাবের জামাই সোহাগ হোসেন জানান, এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় অভিযোগ করেছি। কোল্ডস্টোর এলাকার সিসিটিভি ফুটেজ দেখলে হয়তো অনেক কিছুই পরিস্কার হবে। এছাড়া মণিরামপুর থেকে ইজিবাইক ভাড়ার সময় ওই পুরুষ মহিলা তাদের বাড়ি সুন্দলপুর বলে জানিয়েছিল। পুলিশ আন্তরিক হলে ওই চক্রকে ধরা সম্ভব।

আরও খবর

🔝