gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোর উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশ : রবিবার, ১৮ ফেব্রুয়ারি , ২০২৪, ০৯:৪৫:০০ পিএম , আপডেট : সোমবার, ২৯ এপ্রিল , ২০২৪, ০৩:১৯:৩৬ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-02-18_65d2262b451bb.jpg

যশোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা রোববার কালেক্টরেট সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শাহীন।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ^াস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সুশান্ত কুমার তরফদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদুল হক, জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা রবিউল ইসলাম।
সভায় যশোর জেনারেল হাসপাতালের ওয়াশ ব্লক নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন করা, ভৈরব নদের কচুরিপানা অপসারণ, সরকারি পোল্ট্রি খামারের সামনে থেকে যশোর পৌরসভার ডাস্টবিন স্থানান্তর, লালদীঘির পাড়ে পরিচ্ছন্নকর্মীদের জন্য নির্মিতব্য আবাসন প্রকল্পের জায়গা অধিগ্রহণসহ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কোভিড টেস্ট শুরু, মাঠ পর্যায়ে অচিরেই ভ্যাক্সিনেশন কার্যক্রম চালু, দড়াটানা মোড় হতে জেনারেল হাসপাতালের প্রধান ফটক পর্যন্ত রাস্তায় হোটেল রেস্তোরাগুলোতে বাড়তি শেড স্থাপন, অস্থায়ী দোকান এবং যত্রতত্র ইজিবাইক দাঁড়ানোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনারও সিদ্ধান্ত নেয়া হয় এই সভায়।

আরও খবর

🔝