gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
রায়পাড়ায় জেলা পরিষদের উন্নয়নের কাজ শুরু
প্রকাশ : রবিবার, ২৫ ফেব্রুয়ারি , ২০২৪, ০৮:৪১:০০ পিএম , আপডেট : শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০৫:১৬:৪৬ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-02-25_65db54c7b69c9.JPG

যশোর শহরের রায়পাড়ায় একটু বৃষ্টি হলেই জমতো হাটু পানি। অনেকটা চলাচলের অনুপযোগি হয়ে পড়তো এলাকার বিভিন্ন অলিগলি। সেসব সমস্যার সমাধানে হাতবাড়িয়েছে জেলা পরিষদ যশোর। রাস্তা নির্মাণ , ড্রেন নির্মাণ, কালভার্ট স্থাপনসহ নানা ধরণের কর্মযজ্ঞ চলছে এখন ভোলা কলোনীতে। এতে করে স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে। রোববার বিকেলে এসব কাজ পরিদর্শনে যান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার হাজী আলমগীর কবির সুমন।
কাউন্সিলার হাজী সুমন বলেন, ওই এলাকার মানুষ একটু বৃষ্টি হলেই ঘরবন্দি হয়ে পড়তেন। পানি নিস্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ঘরের মধ্যে পানি ঢুকে যেতো। যানবাহন দুরে থাক পায়ে হেটে চলাও দূস্কর হয়ে পড়তো। পরে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলকে লিখিত ভাবে জানান। পরবর্তিতে তার আবেদন মঞ্জুর করা হয়।
ওই কাজের দেখভালের দায়িত্বে থাকা জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ওহেদুজ্জামান জানান, ভোলা কলোনীর পশ্চিমপাশের ড্রেন সংষ্কার, ভোলা কলোনীর মধ্যেল রাস্তা উচু করন, বেলাল মসজিদ সংলগ্ন রাস্তা উচু করণ, মিশন মসজিদ সংলগ্ন দুইপাশের রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। যার ব্যয় হবে ১২ লাখ টাকা। ইতিমধ্যে তিনটি স্থানে কাজ শুরু হয়েছে। অন্য এলাকার কাজও দ্রত শুরুর প্রক্রিয়া চলছে।

আরও খবর

🔝