gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
আনফিট গাড়ি রাস্তায় নামলে ব্যবস্থা
প্রকাশ : সোমবার, ৮ এপ্রিল , ২০২৪, ০৮:৪৫:০০ এ এম
:
GK_2024-04-07_66126b3c33df8.jpg

ঈদে আনফিট গাড়ি রাস্তায় নামলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাৎক্ষণিকভাবে লোকাল প্রশাসনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। গত ৬ এপ্রিল গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে বিআরটিএ চেয়ারম্যান একথা বলেন। এবার বিআরটিসির ৫৫০টি বাস রিজার্ভেশনে রাখা হয়েছে উল্লেখ করে নূর মোহাম্মদ মজুমদার বলেন, প্রতিবছরই ঈদের সময় কিছু আনফিট গাড়ি রাস্তায় নেমে আসে, এমন একটি কমন অভিযোগ থাকে। এবার কোনোভাবেই যাতে আনফিট গাড়ি রাস্তায় নামতে না পারে তার জন্য ইতিমধ্যেই কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।
নূর মোহাম্মদ মজুমদার বলেন, গার্মেন্টস মালিকদের ইতিমধ্যে রিকুইজিশন দিতে বলা হয়েছে। যাতে আনফিট গাড়ি না নিয়ে বিআরটিসির বাস নিতে পারে। সুতরাং এখানে আনফিট গাড়ি রাস্তায় নামার সুযোগ নেই। এছাড়া যেসব জায়গা থেকে আনফিট গাড়ি বের হওয়ার চেষ্টা করে সেগুলো বন্ধ করার জন্য স্থানীয় প্রশাসনকে আমরা নজরদারিতে রেখেছি। টার্মিনালগুলো পরিদর্শন করা হয়েছে। গাবতলী বাস টার্মিনালে মোবাইল কোর্ট, ভিজিলেন্স টিম, মনিটরিং টিম কাজ করছে। বিভিন্ন টিকেট কাউন্টার ঘুরে দেখা গেছে বেশিরভাগ জায়গায় ভাড়া কম নেয়া হচ্ছে। দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে উল্লেখ করে বিআরটিএ চেয়ারম্যান বলেন, রুট ভুল লেখার কারনে ওই দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া এবার বাস টার্মিনালগুলোতে যাত্রীরও তেমন ভিড় নেই, পাশাপাশি অতিরিক্ত ভাড়াও অভিযোগ দেখা যায়নি বলে জানান তিনি।
বিআরটিএর পক্ষ থেকে এসব উদ্যোগ নেয়ায় আমরা আশা করবো এবার ঈদ যাত্রায় দুর্ঘটনা বহুলাংশে কমে যাবে।

আরও খবর

🔝