gramerkagoj
রবিবার ● ৫ মে ২০২৪ ২২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়
প্রকাশ : মঙ্গলবার, ৯ এপ্রিল , ২০২৪, ০১:৫৭:০০ পিএম , আপডেট : রবিবার, ৫ মে , ২০২৪, ১১:৫৪:০১ এ এম
ঢাকা অফিস:
GK_2024-04-09_6614eebd14cc0.jpg

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে সংসদ সচিবালয়।
এই ঈদ জামাতে জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপরা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরাসহ মুসল্লিরা অংশ নেবেন।
জামাত সবার জন্য উন্মুক্ত। জামাতে আগ্রহী মুসল্লিদের অংশগ্রহণের জন্য অনুরোধ করেছে সংসদ সচিবালয়।
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে জাতীয় ঈদগাহে জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
এবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোট ৫টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় আর শেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা পৌনে ১১টায়।

আরও খবর

🔝