gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ তিন কারা পুলিশ বরখাস্ত, ঘটনা তদন্তে দুটি কমিটি

হাসপাতালের প্রিজন সেলে চুরি মামলার আসামি পিটিয়ে মারলো হত্যা মামলার আসামিকে
প্রকাশ : সোমবার, ১৫ এপ্রিল , ২০২৪, ০৯:০৬:০০ পিএম , আপডেট : সোমবার, ২৯ এপ্রিল , ২০২৪, ০৫:০৪:৩৭ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-04-15_661d42c0afd5d.jpg

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে এক আসামি আরেক আসামিকে খুন করায় তিন কারা পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রত্না রায়।
তিনি জানান, প্রাথমিক তদন্তে কারা পুলিশ সদস্যদের দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, রোববার (১৪ এপ্রিল) ভোরে হাসপাতালের নিচতলার প্রিজন সেলে হত্যা মামলার আসামি মোতাহার (৬০) ও একটি চুরি মামলার আসামি অজিত মণ্ডল নামে দুই আসামিকে স্যালাইনের স্টিলের স্ট্যান্ড দিয়ে বেধড়ক মারপিট করে অপর এক হত্যা মামলার আসামি তরিকুল ইসলাম। পরে আহতদের চতুর্থতলার সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ১টায় মোতাহারের মৃত্যু হয়।

আরও খবর

🔝