gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যুক্তরাষ্ট্রের মতো উইকেট চান শান্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৬ এপ্রিল , ২০২৪, ০৬:৫৩:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-04-16_661e750f9addc.jpg

নিজেদের মাঠে লঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ছাড়া আর কোন জয় পায়নি বাংলাদেশ। টি-২০’তে ২-১ ব্যবধানে ও টেস্টে ২-০ ব্যবধানে পরাজিত হয়েছে। অথচ সব ফরম্যাটেই জয়ের প্রত্যাশা ছিল সেখানে বাংলাদেশ টেস্ট সিরিজে যাচ্ছে তাই ভাবে হেরেছে। টি-২০’তে ২০২৩ সালে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুন্ন রাখতে পারেনি।
লঙ্কার কাছে এভাবে পরাজয়ের কারণ হিসেবে ব্যাটারদের ব্যর্থতার চেয়েও ভালো উইকেটে খেলাটাকেও অনেকে অজুহাত হিসেবে দাঁড় করিয়েছেন। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও মনে করেন, শ্রীলঙ্কার বিপক্ষে ট্রু উইকেটেই খেলেছেন তারা। হেরে গেলেও, আগামীতে যেন একই ধরনের উইকেটে খেলতে পারেন, সেই দাবি তুলেছেন টাইগার অধিনায়ক।
আগামী মাসেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। ৩ মে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের নিজেদের প্রস্তুতির জন্য এটা সুবর্ণ সুযোগ।
টি-২০ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে যে ধরনের উইকেটে খেলতে হবে বাংলাদেশকে, সে ধরনের উইকেটে জিম্বাবুয়ে সিরিজে খেলা যায় কি না সে চেষ্টা থাকবে বাংলাদেশের। অধিনায়ক নাজমুল শান্ত বলেন, চেষ্টা করব, যুক্তরাষ্ট্রে আমরা যখন খেলব, যে ধরনের উইকেটে খেলব, সেই ধরনের উইকেটে খেলা যায় কি না। আমার মনে হয় না, এটা খুব একটা সহজ হবে। তবে ভালো উইকেটই প্রত্যাশা করছি।

 

আরও খবর

🔝