gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ইছালীতে পানির অভাবে কৃষিকাজ বন্ধ
প্রকাশ : বুধবার, ১৭ এপ্রিল , ২০২৪, ০৮:৫৮:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-04-17_661fe405becca.jpg

জমি সংক্রান্ত বিরোধের জেরে সেচের পানির ড্রেন বন্ধ করে দেয়ায় তিন বিঘা জমিতে চাষ করতে পারছেন না যশোর সদর উপজেলার ইছালী গ্রামের দুইভাই শহিদুল ইসলাম ও আব্দুল গফুর। এ ঘটনায় শহিদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, ইছালী মাঠে শহিদুল ইসলামের এক একর ১৯ শতক জমি রয়েছে। ওই জমিতে তিনি প্রতিবছর ইরি ধানের আবাদ করেন। ধান পান প্রতি বছর প্রায় একশ’ ২০ মন ধান। কিন্তু এ বছর পানির অভাবে তিনি জমি চাষ করতে পারেননি।
তিনি অভিযোগ করে বলেন, পুরো মাঠে একটিমাত্র সেচপাম্প রয়েছে। একই এলাকার শফিয়ার রহমানের জমির পাশ দিয়ে ড্রেনের মাধ্যমে তার জমিতে পানি আসে। কিন্তু এ বছর শফিয়ার রহমান ড্রেনটি বন্ধ করে দিয়েছেন। যার কারণে তিনি পানির অভাবে এ বছর ধান চাষ করতে পারেননি। একাধিকবার স্থানীয়ভাবে মিমাংসা হলেও তা মানতে নারাজ শফিয়ার রহমান।
ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান, শফিয়ার রহমান মাঠের মধ্যে নতুন বাড়ি নির্মাণ করছেন। ওই বাড়িতে যাতায়াত করার জন্য কোনো রাস্তা নেই। তার জমির উপর দিয়ে রাস্তা চেয়েছেন। তিনি দিতে অস্বীকার করায় বিরোধের জের ধরে পানির ড্রেন বন্ধ করে দিয়েছেন।
তিনি দাবি করেন, তার একমাত্র আয়ের অবলম্বন কৃষি কাজ। কিন্তু পানি না পাওয়ায় তিনি চাষাবাদ বন্ধ রেখেছেন। এ ব্যাপারে তিনি জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

আরও খবর

🔝