gramerkagoj
বৃহস্পতিবার ● ২ মে ২০২৪ ১৯ বৈশাখ ১৪৩১
gramerkagoj
এবার নাফ নদ দিয়ে দেশে ঢুকলো মিয়ানমারের ১৩ বিজিপি
প্রকাশ : শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ০৭:২২:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-04-19_6622742b85994.JPG

কক্সবাজারের টেকনাফের নাফ নদ হয়ে বাংলাদেশে আবারো অনুপ্রবেশ করেছে মিয়ানমারের ১৩ বিজিপি সদস্য। তাদের বিজিবি হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে নাফ নদ হয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করে। পরে ওই বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, নাফ নদ সীমান্ত অতিক্রম করে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এ সময় তারা কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেন। পরে কোস্টগার্ড বিজিপি সদস্যদের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) নিকট হস্তান্তর করেন।
উল্লেখ্য, ১ম ধাপে আগত প্রায় ৩০০ বিজিপি সদস্যকে মিয়ানমারে ফেরত পাঠানোর পর ২য় ধাপে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে খণ্ড খণ্ড করে ২৭৪ জন বিজিপি ও সেনাসদস্য বাংলাদেশে প্রাণ বাঁচাতে আশ্রয় গ্রহণ করেছেন।

আরও খবর

🔝