gramerkagoj
শুক্রবার ● ১০ মে ২০২৪ ২৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সুজনের খুলনা বিভাগীয় মতবিনিময় সভা
প্রকাশ : শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ১০:২৩:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১০ মে , ২০২৪, ১০:৩৪:০১ এ এম
কাগজ সংবাদ:
GK_2024-04-27_662d26a0ad469.jpg

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নাগরিকের নিষ্ক্রীয়তার কারণে দেশ ও জাতি বিপর্যয়ের দিকে যাচ্ছে। দুর্নীতি ও দুর্বৃত্তায়ন রোধে প্রয়োজন সব রাজনৈতিক দলের ঐকমত্য। বাংলাদেশের রাজনীতি ও নির্বাচনী প্রক্রিয়াকে শক্তিশালী ও জবাবদিহিমূলক করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। সুজনের খুলনা বিভাগীয় মতবিনিময় ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সভায় বিগত বছরের কর্মসূচি পর্যালোচনা ও পরবর্তী করণীয় নিয়ে খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সুজন নেতৃবৃন্দ মতমত দেন। সভায় স্বাগত বক্তৃতা করেন সুজন যশোর জেলা ভাপতি অ্যাডভোকেট সালেহা বেগম।
সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার সভা সঞ্চালনা করনে।
বক্তারা বলেন, সুজন শুধু সুশাসন গঠনের চেষ্টা করে না, সামাজিক সমস্যাগুলি সমাধান করারও চেষ্টা করে। পরবর্তী প্রজন্মের জন্য আমাদের উচিত একটি জবাবদিহিমূলক সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামো নির্মাণে সক্রিয় ভূমিকা রাখা।

 

আরও খবর

🔝