Published : Tuesday, 12 January, 2021 at 8:16 PM, Count : 493

চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ১৬শ’ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। ৪২টি রেলওয়াগনে ১৬শ’ টন পেঁয়াজ আমদানি হয় এ বন্দর দিয়ে।
এ পেঁয়াজ খালাসে নিযুক্ত দর্শনা বন্দরের সিএ্যান্ডএফ এজেন্ট রফিকুল ইসলাম জানান, তিনজন আমদানিকারক- সাতক্ষীরার ফারহা ইন্টারন্যাশনাল, রূপসী ইন্টারন্যাশনাল ও রাজশাহীর ইভা ইন্টারন্যাশনাল এ পেঁয়াজ আমদানি করেছে। প্রতিটন পেঁয়াজের ইনভয়েস মূল্য ৩৫০ ডলার।
তবে শতকরা ১০ ভাগ শুল্ক আরোপ করায় এ চালানে লোকসানে পড়েছে আমদানিকরাকরা। এরপর আর পেঁয়াজ আমদানি হবে না বলে জানান সংশ্লিষ্ট সিএ্যান্ডএফ।
দর্শনা আর্ন্তজাতিক রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলী জানান, ৪২ ওয়াগেন পেঁয়াজের মধ্যে ৩০ ওয়াগেন খুলনা নওয়াপাড়ায় বুকিং নিয়েছে আমদানিকারকরা। আর বাকী ১২ ওয়াগেন দর্শনা আনলোড হচ্ছে।
এ নিয়ে আজ পর্যন্ত গত সাড়ে ৮ মাসে দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ১ লাখ ৯ হাজার ৬শ’ ৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে।