Published : Thursday, 14 January, 2021 at 8:51 PM, Count : 62

স্বেচ্ছাসেবী সংগঠন পোফ যশোরের ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শংকরপুরে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ। বক্তৃতা করেন সংস্থার সভাপতি হাসান হাফিজুর রহমান, সাংবাদিক আলমগীর কবির, শিক্ষক রবিউল ইসলাম, সংস্থার সদস্য নুসাইবা সহেলী, হাফিজুর রহমান, আকরাম হোসেন, প্রয়াত সভাপতি বদরুজ্জামানের ছেলে শাহিদুজ্জামান লিটু। এরপর সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথকে সভাপতি ও হাসান হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য সাত সদস্যর কার্যকরী কমিটি গঠন করা হয়।
সাধারণ সভার কার্যক্রম শেষে পোফ যশোরের প্রয়াত সভাপতি বদরুজ্জামানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও স্মৃতিচারণ করা হয়।