Published : Sunday, 17 January, 2021 at 8:49 PM, Count : 127

যশোর সদর উপজেলার সুলতানপুরে কলাগাছ কাটাকে কেন্দ্র করে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে জখমের অভিযোগে মামলা হয়েছে। আসামিরা হলেন,সুলতানপুর স্কুলের পাশের মোহাম্মদ রশিদ এবং তার দু’ ছেলে শহিদ ও রাব্বি এবং পূর্ব বারান্দিপাড়া আমতলা এলাকার হারুন অর রশিদ ফুলুর ছেলে মোহাম্মদ রুমি।
রফিকুল ইসলামের স্ত্রী তাসলিমা বেগম মামলায় উল্লেখ করেন, শহিদ তার প্রতিবেশী। তার বাড়ির পাশ থেকে একটি কলাগাছ কাটতে যান শহিদ। তখন তাকে বাধা দিলে শহিদ ক্ষিপ্ত হন। এই নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে শুক্রবার সকাল ১০টার দিকে আসামিরা একযোগে হাসুয়া, লোহার রড, দা, লাঠি দিয়ে রফিকুল ইসলামকে বেধড়ক মারপিট করে। দা দিয়ে তার মাথায় কোপ মারে।