Published : Tuesday, 19 January, 2021 at 9:07 PM, Count : 175

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে কম্বল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন। মঙ্গলবার বিকেলে ইউনিয়নের শাহাবাজপুর স্কুলমাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি। পরে বড় হৈবতপুর সার্বজনীন পূজা মন্দিরের সামনে অসচ্ছল মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন শহিদুল ইসলাম মিলন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক বিশ্বাস, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিকী, জেলা যুবলীগ নেতা শামীম জাকারিয়া,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জুয়েল খান,সদর উপজেলা যুবলীগের সদস্য ফারুক হোসেন, আরবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক উজ্জ্বল হোসেন, হৈবতপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সরোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফুল ইসলাম, কচুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুক্ত খান ও নরেন্দ্রপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন।