Published : Wednesday, 20 January, 2021 at 9:41 PM, Count : 562

কিছু দিন আগে পর্যন্ত অস্ট্রেলিয়ার গায়ক কোডি সিম্পসনের সঙ্গে বেশ মাখোমাখো প্রেমের সম্পর্ক ছিল গায়িকা মিলি সাইরাসের। সেই মিলি বলেছেন ছেলেদের আর ভাল লাগছে না। প্রেম করবেন মেয়েদের সঙ্গেই। এমন সিদ্ধান্ত তিনি নিতেই পারেন। কিন্তু তার পিছনের যুক্তি বেশ অন্যরকম।
অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর বেশ কয়েক জন পুরুষের ঘনিষ্ঠ হয়েছিলেন গায়িকা। কোডির সঙ্গেই শেষ সম্পর্ক ছিল। কোডির সঙ্গে সম্পর্ক ভাঙার পরেই পুরুষের উপর থেকে মন উঠে গিয়েছে মিলি সাইরাসের। এক ইন্টারনেট রেডিয়ো সেন্টারকে দেওয়া সাক্ষাৎকারে গায়িকা বলেছেন, মেয়েরা পুরুষদের থেকে অনেক বেশি আকর্ষণীয়। সেই কারণেই মেয়েদের সঙ্গে সম্পর্কে বেশি আগ্রহী তিনি। তবে পুরুষের প্রতি কোনও আগ্রহই নেই মনটাও নয়। গায়িকা-অভিনেত্রীর কথা স্পষ্ট, পুরুষের প্রতি আর যৌন আকর্ষণ নেই।
সমলিঙ্গের প্রেমের বিষয়ে বেশ কয়েকটি উপলব্ধির কথা বলেছেন তিনি। একজন মেয়েই অন্য এক মেয়েকে সবচেয়ে ভাল বোঝে। তাই একজন মেয়ের সঙ্গে প্রেম হলেই অন্য মেয়েটি শক্তিশালী হয়ে ওঠে, পুরুষের সঙ্গে প্রেম হলে তার উল্টোটা হয়।