Published : Friday, 22 January, 2021 at 3:49 PM, Count : 159

দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নারায়ণ চন্দ্র রায় জয়ের নিজস্ব উদ্যোগে অসহায়-গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারী) সকালে উপজেলার পাকেরহাট তরু ফার্মেসীতে অর্ধ-শতাধিক কম্বল বিতরণ করা হয়।
মেডিকেল অফিসার ডা. নারায়ণ চন্দ্র রায় বলেন, খানসামা উপজেলায় প্রচন্ড শীত। গত কয়েকদিন তাপমাত্রা ৯-১২ এর মধ্যে থাকছে । এই তীব্র শীতের প্রকোপে হতদরিদ্র মানুষ দের ওষ্ঠাগতপ্রাণ। তাই সামাজিক দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষ গুলোর মুখে একটু হাসি ফোটানোর প্রত্যয়ে কিছু কম্বল বিতরণ করেছি।