Published : Friday, 22 January, 2021 at 6:52 PM, Count : 674

ভাগ্যের নির্মম পরিহাসে ফরিদপুরের বোয়ালমারীর এক পাবলিক টয়লেটে ঠাঁই মিলেছে এক হতভাগা দম্পতির।
বোয়ালমারী পৌরসভার বাজার সদরের টিনপট্টি এলাকায় অবস্থিত গনশৌচাগারে বাস করছেন ওই দম্পতি।
হতভাগা দম্পতির নাম শাহাদাত (৫০) ও নার্গিস বেগম (৪৫)।
শাহাদত দেশ রূপান্তরকে জানান, তার বাড়ি মোহাম্মদপুর উপজেলায় ছিল। জন্মের সময় মাকে এবং ৬ বছর বয়সে বাবাকে হারিয়ে ঠাঁই নিয়েছেন বোয়ালমারীতে। তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, পৈতৃক সম্পত্তি ছিল না, তাই দারিদ্র্যতার কষাঘাতে এবং জীবিকার তাগিদে বোয়ালমারীতে আসেন। এরপর কাগজ কুড়িয়ে জীবন চালান।
পরবর্তীতে বোয়ালমারীর পৌরসভার মেয়র মোজাফফর হোসেন বাবলু মিয়ার সাথে তার পরিচয় হয়। তিনি মাস্টার রোলে দৈনিক ১৬০ টাকা বেতনে বাজার ঝাড়ুদারের চাকরি দেন এবং বোয়ালমারী হেলিপোর্টে সরকারি জায়গায় থাকার ব্যবস্থা করেন। এক পর্যায়ে ঠাঁই মেলে বোয়ালমারীর এই পাবলিক টয়লেটে।
ওই দম্পতির দাবি, সরকারি বা বেসরকারি কোন সংগঠন যদি তাদের থাকার ব্যবস্থা করে দিত তবে শেষ বয়সে একটু শান্তি পেত।