Published : Tuesday, 26 January, 2021 at 8:03 PM, Count : 204

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুঁচকির ব্যথায় মাঠ ছাড়ার পর বিশ্বসেরা অলরাউন্ডারের এখনকার খবর কি। সর্বশেষ খবর হচ্ছে দু’দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। এরপর তার অবস্থা খুঁটিয়ে দেখে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাকিব ইস্যুতে এ তথ্য জানান।
মঙ্গলবার বিকেলে দেবাশীষ চৌধুরী বলেন, সাকিবের কুঁচকির সমস্যা আসলে কতটা গুরুতর, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। যেহেতু জাতীয় দল জেব সুরক্ষা বলয়ে আছে, সেখানে আমরা যারা বাইরে আছি, তাদের প্রবেশাধিকার নেই। তাই ঠিক বলা যাচ্ছে না সাকিবের প্রকৃত অবস্থা আসলে কি।
তবে এটুকু বলতে পারি জেব সুরক্ষা বলয়ে থাকা জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতোই সাকিবের দেখভাল করছেন।