Published : Wednesday, 27 January, 2021 at 1:01 PM, Update: 27.01.2021 3:05:15 PM, Count : 178

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে গুলিতে একজন নিহত হয়েছেন। বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পাহাড়তলী ওয়ার্ডের আমবাগান এলাকায় ইউসেফ স্কুল কেন্দ্রের বাইরে এই গুলির ঘটনা ঘটে।
গুলিতে নিহত আলাউদ্দিন আলম (২৮) কুমিল্লা জেলার বুড়িচংয়ের মৃত আহমদের ছেলে। তিনি আমবাগান এলাকায় বসবাস করতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির নায়েক আমীর হোসেন সাংবাদিকদের জানান, আলমকে গুলিবিদ্ধ অবস্থায় সকাল সাড়ে নয়টার পর হাসপাতালে আনা হয়। সেখানে সকাল ১০টার দিকে তিনি মারা যান।
খুলশী থানার ওসি (তদন্ত) আফতাব হোসেন ইউসেফ স্কুলে কেন্দ্রের সামনে গুলিতে একজন নিহতের কথা স্বীকার করেছেন। তবে, কারা এই গুলিবর্ষণ করেছে তা তিনি বলতে পারেন নি।
পাহাড়তলি চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড। এখানে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ সমর্থিত ওয়াসিম উদ্দিন চৌধুরী এবং বিদ্রোহী মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান নিহত আলাউদ্দিনকে নিজের সমর্থক হিসেবে দাবি করেছেন। তিনি অভিযোগ করেছেন ওয়াসিম চৌধুরী ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে আলাউদ্দিনকে হত্যা করিয়েছেন। গুলিতে আহত ছয়জনের মধ্যে একজন নারীর অবস্থা গুরুতর বলে তিনি দাবি করেছেন।