Published : Thursday, 25 February, 2021 at 8:27 PM, Count : 245
বাঘারপাড়ায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অপরাধে আটক সুমন পালের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সুমন উপজেলার রায়পুর গ্রামের রণজিৎ কুমার পালের ছেলে। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম পুলিশের চাওয়া সাতদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
গত ২২ ফেব্রুয়ারি পুলিশ সুমন পালকে আটক করে। সুমন পাল একাদশী বার্তা ফেসবুক গ্রুপের একটি পোস্ট শেয়ার করে। ওই পোস্ট শেয়ার করাকে কেন্দ্র করে রায়পুর বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। কওমী ওলামা পরিষদের নেতাকর্মীরা রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে এসে অবস্থান নেন। এ ঘটনায় পুলিশ সুমনকে আটক করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে।