Published : Thursday, 25 February, 2021 at 8:43 PM, Count : 197
যশোরে পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে দু’জনকে সাজা প্রদান করেছে পৃথক দু’ আদালত। শিশু নির্যাতন মামলায় অভয়নগর উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত আমানী শেখে ছেলে তৌহিদ শেখকে তিন বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দু’ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক টিএম মুসা এ আদেশ দেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালের ২৮ এপ্রিল নাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়ন করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন। এ মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এছাড়া,খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের মৃত নিতাই অধিকারীর ছেলে রাম প্রসাদকে দু’ বছরের সশ্রম কারাদন্ড ও দু’ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দু’মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার যুগ্ম দায়রা জজ আসিফ ইকবাল এ আদেশ দেন। ২০১২ সালের ৩০ জুলাই রামপ্রসাদ বেনাপোল ভবেরবেড় গ্রাম থেকে আট বোতল ফেনসিডিলসহ আটক হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার এসআই রওশন সরকার বাদী হয়ে মামলা করেন। বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত। আসামি পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।