Published : Friday, 26 February, 2021 at 4:06 PM, Count : 573

বাজারের পর এবার সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবির খোলা ট্রাকেও বাড়ল ভোজ্যতেলের দাম। প্রতি লিটার তেলে বেড়েছে ১০ টাকা। তবে এরপরও মিলছে না চাহিদা অনুযায়ী পণ্য। তেলের সঙ্গে কিনতে হচ্ছে পেঁয়াজ, চিনি ও ডাল। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই অবস্থা বলে দাবি ডিলারদের। আর সংকট কাটাতে আমদানির কথা জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
দেশের বাজারে এমনিতেই কয়েক মাস ধরে অস্থিরতা দেখা দিয়েছে ভোজ্যতেলের দামে। এমন অবস্থায় সীমিত আয়ের মানুষের ভরসা টিসিবি। কিন্তু এখানেও সহজে মেলে না সয়াবিন তেল।
এদিকে দাম বেড়েছে টিসিবির সয়াবিন তেলেরও। আগে ট্রাক থেকে ৮০ টাকা লিটারে তেল কেনা গেলেও এখন গুণতে হচ্ছে ৯০ টাকা। তাও আবার পাওয়া যাচ্ছে না চাহিদা অনুযায়ী। আবার প্রয়োজন না থাকলেও বাধ্যতামূলকভাবে সঙ্গে কিনতে হচ্ছে মসুর ডাল, পেঁয়াজ ও চিনি। এছাড়াও মশুর ডালের কেজিতে ৫ টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে ৫৫ টাকায়।
টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে আসা এক ক্রেতা বলেন, এখানে যারা আসে, তারা সকলেই নিম্ন আয়ের মানুষ। আগে ৮০ টাকায় তেল কিনলেও এখন তা ১০ টাকা বেড়ে ৯০ টাকায় কিনতে হচ্ছে। চাহিদা মতো তেল দিতেও পারছে না। এছাড়া তেলের সাথে অন্যান্য পণ্য নিতে বাধ্য করে। এটা একটা অমানবিক বিষয়। টিসিবির এই বিষয়ের দিকে সরকারের নজরদারি বাড়ানো প্রয়োজন, আর না হলে আমাদের নিম্ন আয়ের মানুষের জীবন চালানো অতি কষ্টদায়ক।
ডিলাররা বলছেন, ট্রাক প্রতি ১ হাজার কেজি পেঁয়াজ দিলেও ডাল ২০০ কেজি, চিনি ৫০০ কেজি ও তেল দেয়া হচ্ছে মাত্র ১০০ লিটার। যে কারণে তেলের চাহিদা থাকলেও বেশি দেয়া যাচ্ছে না।
বিষয়টি স্বীকার করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলছেন, বিশ্ব বাজারে তেলের বাড়তি দামের কারণে টিসিবিতেও দাম বাড়ানো হয়েছে। তবে রমজানের আগেই টিসিবির বিক্রি কার্যক্রম জোরদার করা হচ্ছে। দেশে বছরে সয়াবিন ও পাম তেলের চাহিদা প্রায় ২০ লাখ টন।