Published : Tuesday, 2 March, 2021 at 3:36 PM, Count : 386

বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে অবমাননাকর প্রতিবেদন প্রচারের জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে আল জাজিরার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রোববার এক সংবাদ সম্মেলনে এক বিবৃতিতে এই কথা জানান মামলার বাদি, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. রাব্বি আলম।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন' শিরোনামের প্রতিবেদন প্রচার হয় পয়লা ফেব্রুয়ারি।
এর এক মাস পর আল-জাজিরার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে মামলা করলো যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ। আল জাজিরা ইংলিশ, সাংবাদিক কনক সারোয়ার ও ইলিয়াস হোসেইন, বাংলাদেশ সেনাবাহিনীর পলাতক সাবেক কর্মকর্তা দেলোয়ার হোসেইন, জুলকারনার সায়ার, ডেভিড বার্গম্যান এবং আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ককে আসামি করে এই মামলা করা হয়।
মামলার বাদি, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. রাব্বি আলম অভিযোগ করেন, প্রতিবেদনে বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্রমূলক, মিথ্যা এবং অবমাননাকর তথ্য প্রকাশ করা হয়েছে। এতে সার্বিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
প্রতিবেদনটির সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার আবেদন জানানো হয় মামলার আর্জিতে।
সংবাদ সম্মেলনে অল দ্য প্রাইম মিনিস্টারস মেন প্রতিবেদনটির তীব্র প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, তথ্যের উৎস হিসেবে যাদের বক্তব্য প্রচার হয়েছে তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত।
এছাড়াও এই ইস্যুতে বাংলাদেশের কাছে আল জাজিরা কর্তৃপক্ষের ক্ষমা চাওয়া উচিত বলেও মনে করেন বক্তারা।