Published : Wednesday, 7 April, 2021 at 8:40 PM, Update: 07.04.2021 8:58:25 PM, Count : 421

চলছে করোনা মহামারি। এর মধ্যে এক শ্রেণির মানুষ নিজেরাই স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব না মেনে করছেন মাস্ক বিতরণ। যাতে করে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলছে স্বাস্থ্য বিভাগ।
দেখা গেছে, মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য যশোরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মাস্ক বিতরণ কর্মসূচি পালন করছে। এটি অনেকের কাছে প্রশংসিতও হচ্ছে। তবে মানা হচ্ছে না কোনো সামাজিক দূরত্ব। সরকার যেখানে সামাজিক দূরত্ব মানার জন্য সর্বসাধারণকে কঠোর নির্দেশনা দিয়েছে, সেখানে কোন প্রকার নিয়মনীতি না মেনে ছবি তোলার জন্য মাস্ক বিতরণের সময় হুঁমড়ি খেয়ে পড়েন। একজন মানুষকে মাস্ক পরাতে অন্তত ১০ জন মানুষ তার চারিপাশে ভিড় করছেন। এমনকি যে অন্যর মুখে মাস্ক পরিয়ে দিচ্ছেন, ছবি তোলার জন্য তার নিজের মুখেই কোনো মাস্ক থাকছে না। এতে করে যে মাস্ক বিতরণ করছেন ও যে মাস্ক নিচ্ছেন উভয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন।
এ বিষয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, করোনাভাইরাস একজন মানুষ থেকে অন্য মানুষের সর্বনিম্ন ৩ ফুট ও সর্বোচ্চ ৬ ফুট পর্যন্ত দূরত্বে ছড়াতে পারে। তাই মানুষে মানুষে নিরাপদ দূরত্ব বজায় রাখা জরুরি। কেউ যদি মাস্ক বিতরণের মতো সামাজিক কাজেও এ স্বাস্থ্যবিধি না মানে তাহলে নিজের সাথে অপরেরও তিনি ক্ষতি করছেন।