Published : Tuesday, 20 July, 2021 at 2:10 PM, Count : 501

আগামীকাল ইদুল আযহা। মহামারি করোনা আবহে চলছে ঈদ উদযাপনের প্রস্তুতি। তবে করোনার ভয়াল থাবায় হাজারো পরিবারে নেই ঈদ উৎসব উদযাপন প্রস্তুতি। দিন দিন যশোরে আরও লম্বা হচ্ছে করোনায় স্বজন হারানো মানুষের তালিকা। আজ মঙ্গলবার যশোরে করোনা ও এর উপসর্গে কেড়ে নিয়েছে ১১ জনের প্রাণ।
যশোর জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুসারে জেলায় সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘন্টায় নিশ্চিত করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। এ ছাড়াও করোনা উপসর্গে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
উল্লেখিত ২৪ ঘন্টায় জেলায় মোট ছয়শ’ ৩০টি নমুনা পরীক্ষায় একশ’৬৫ জনের করোনা পজিটিভ এসেছে। নতুন করে শনাক্তদের মধ্যে সবচেয়ে বেশি সদর উপজেলায় একশ’১৯ জন। এছাড়াও কেশবপুরে ২ জন, ঝিকরগাছায় ১৪ জন, অভয়নগরে ২ জন, মনিরামপুরে ১৫ জন, বাঘারপাড়ায় ৫ জন, শার্শায় ৫ জন এবং চৌগাছায় ৩ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার তিনশ’ ৭৫ জন। মোট সুস্থ হয়েছেন ১১ হাজার সাতশ’ ৭ জন। যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেড জোনে ভর্তি আছেন একশ’২০ জন।