Published : Monday, 6 December, 2021 at 11:20 AM, Count : 120
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের শিবের বাজার এলাকায় ব্যাডমিন্টন খেলার জন্য,বৈদ্যুতিক তাড় থেকে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎ স্পর্শে হয়ে আবুল কালাম আজাদ নামে এক মেধাবী ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। মেধাবী কলেজ ছাত্র আবুল কালাম আজাদ গাইবান্ধা সরকারী কলেজের ফিজিক্স ডিপার্টমেন্ট এর ৩য় বর্ষের ছাত্র ছিল। সে ওই এলাকার আব্দুস ছাত্তারের ছেলে।আবুল কালাম আজাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আবুল কালাম আজাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া কামনা করা হয়েছে।