Published : Sunday, 23 January, 2022 at 6:38 PM, Count : 98

ব্যাটে-বলে বাংলাদেশের মেয়েদের দারুণ পারফরম্যান্সে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে। এখন অপেক্ষায় মূল লড়াইয়ের, যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
কমওয়েলথ গেমস মেয়েদের ক্রিকেট বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা জয় পেয়েছে নয় উইকেটে।
কুয়ালালামপুরে শনিবার বোলিং পারফরম্যান্সে স্কটিশ মেয়েদের দলীয় ইনিংস ৭৭ রানেই গুটিয়ে দেয় বাংলাদেশ। রান তাড়ায় মুর্শিদা খাতুনের অর্ধশতকে জয় পায় ২৮ বল বাকি থাকতে।
পাঁচ দলের এই বাছাইপর্ব থেকে একটি মাত্র দল সুযোগ পাবে গেমসের মূল পর্বে খেলার। বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কাও টানা তিন ম্যাচে পেয়েছে বড় জয়। সোমবার এই দুই দলের লড়াইয়ে বিজয়ী দল খেলবে আগামী জুলাই-অগাস্টে বার্মিংহামে কমনওয়েলথ গেমসে।