Published : Sunday, 23 January, 2022 at 9:09 PM, Count : 162

বাগেরহাটে একদিনে ৪০ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার হিসেবে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশ। এটাই তৃতীয় ধাপে বাগেরহাটে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন মোঃ হাবিবুর রহমান। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১২৫ জনে। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৬ হাজার ৯৩৫ জন। নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ১৯০ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৪ জন।
২৪ ঘন্টায় আক্রান্ত ২০ জনের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৬ জন, কচুয়ায় ১ জন, ফকিরহাটে ৫ জন, মোংলায় ১ জন এবং শরণখোলা উপজেলার ৭ জন রয়েছেন।
এর আগে ২১ জানুয়ারি বাগেরহাটে ২০ জনের নমুনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যা ছিল ৪ জন, ২০ জানুয়ারি ৩৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা ছিল ৮ জন, ১৯ জানুয়ারি ৩৭ জনের মধ্যে আক্রান্তের হয়েছিলেন ৪ জন এবং গত ১৮ জানুয়ারি ২৭ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছিলেন ৩ জন।