Published : Friday, 28 January, 2022 at 6:38 PM, Count : 119

যশোর টাউন হল মাঠে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে প্রীতি ক্রিকেট ম্যাচ। ২০০৭-২০০৯ সালের এসএসসি ও এইচএসসি ব্যাচের আয়োজনে এ খেলার আয়োজন করা হয়। প্রীতি এ ক্রিকেট ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে ভৈরব স্টারস। তাদের কাছে ৪৪ রানে পরাজিত হয়েছে চিত্রা গ্লাডিয়েটরস।
প্রথমে ব্যাট করতে নেমে ভৈরব স্টারস নির্ধারিত ১৪ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৫৩ রান করে। পরে ব্যাট করতে নেমে ১০৯ রানে গুটিয়ে যায় চিত্রা গ্লাডিয়েটরসের দলগত ইনিংস।
ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন ভৈরবের আনন্দ। সেরা ব্যাটার হয়েছেন একই দলের শরিফুল ও সেরা বোলার হয়েছেন চিত্রার রিমন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।