Published : Friday, 28 January, 2022 at 8:20 PM, Count : 380

যশোরে মাকে চেতনানাশক খাইয়ে সোনার গহনা চুরি করে পালিয়েছে এক মেয়ে। এ ঘটনায় বাঘারপাড়া উপজেলার হাবুল্লা গ্রামের মৃত শেখ শাহাবুদ্দিনের ছেলে সাইদুর রহমান বৃহস্পতিবার মেয়ে ও তার প্রেমিকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।
সাইদুর বর্তমানে যশোর শহরের বকচর হুশতলার চারুতলা ভবনের ভাড়াটিয়া। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল অভিযোগ আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, সাইদুর রহমানের মেয়ে জান্নাতুল মাওয়া ও বাঘারপাড়া উপজেলার হাবুল্লা গ্রামের খন্দকার আলী হোসেনের ছেলে মিরাজুল ইসলাম।
মামলায় বাদী উল্লেখ করেছেন, তার মেয়ে জান্নাতুল মাওয়া মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছে। অপর আসামি মিরাজুল ইসলাম অশিক্ষিত, নেশাখোর ও বেকার। মিরাজুল গোপনে তার মেয়ে জান্নাতুল মাওয়ার সাথে যোগাযোগ করতো। এরপর মিরাজুল ইসলাম ও জান্নাতুল মাওয়া পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে সোনার অলঙ্কার চুরির পরিকল্পনা করে। গত ৮ জানুয়ারি সন্ধ্যায় জান্নাতুল মাওয়া গোপনে তার মা জেসমিন নাহারের ভাত ও দুধের মধ্যে চেতনানাশক মিশিয়ে দেয়। ওই খাবার খাওয়ার সাথে সাথে জেসমিন নাহার অচেতন হয়ে পড়েন। এই সুযোগে মিরাজুল ইসলাম ও জান্নাতুল মাওয়া আলমারি থেকে জেসমিন নাহারের পাঁচ ভরি সোনার অলঙ্কার চুরি করে পালিয়ে যায়। ওইদিন রাত ১০টার দিকে সাইদুর রহমান বাড়ি ফিরে ঘটনাটি দেখতে পান। পরে তিনি স্ত্রী জেসমিন নাহারকে চিকিৎসার করানোর জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।