Published : Saturday, 14 May, 2022 at 9:13 PM, Count : 157

যশোরের বাঘারপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট অনূর্ধ ১৭ বালক টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য রনজিৎ কুমার রায়।
উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার, জহুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, নারিকেলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবলু সাহা, ধলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আজগর আলী, প্রধান শিক্ষক জুলহাস উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শচিন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।
বিকেল সাড়ে ৩টায় পাইলট স্কুল মাঠে দিনের প্রথম খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে নারিকেলবাড়ীয়া ইউনিয়ন বনাম জহুরপুর ইউনিয়ন ফুটবল একাদশ। এ খেলার দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের মাথায় জহুরপুরের আক্তার হোসেন একটি গোল করেন। এতে ১-০ গোলে জয় পায় জহুরপুর ইউনিয়ন ফুটবল একাদশ।
একই মাঠে দ্বিতীয় খেলায় রায়পুর ইউনিয়ন বনাম ধলগ্রাম ইউনিয়নের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোলশূন্য ড্র হয়। এতে টাইব্রেকারে রায়পুর ৩-২ গোলে ধলগ্রাম ইউনিয়ন একাদশকে পরাজিত করে।