Published : Thursday, 19 May, 2022 at 9:28 PM, Count : 190

গিরামের চা’র দুকানে হ্যানো কোন জিনুস নেই যা নিয়ে টুয়াপাচা হয় না। মাজেমদ্দি চা’ খাওয়ার উসলোত নিয়ে কান পাইতে থাকি কি নিয়ে কতাবাত্তার হচ্চে সিডা শুনার জন্যি। কাল যিরাম তত্য পোযুক্তির উন্নতি নিয়ে একজন কতা কচ্চিল। কিরাম কইরে একন সব কিচু সহজ হইয়ে যাচ্চে। স¹লি মাতা নাইড়ে তার কতায় সায় দিচ্ছিল। এরমদ্দি সেই ছ্যামড়াডা তত্য আদান পোদানের বিষয়ডা তুইল্লো। সে কলে এক সুমায় এলেকায় পিপার আইসতো এক দুইদিন পর। এট্টা মরা খবর দিয়ে ফিরে আসতি আসতি জানাজা ধরা তো দূরি থাক মরার মিলাদ ধত্তি পাইত্তো কিনা সন্দোহ। এই কতি কতি কিভাবে কইতরের পায় বাইন্দে বিশেষ বাত্তার পাটানো, সানতে পোস্ট অপিসির মাইদ্যমে চিটি, চিটিত্তে টেলিগ্রাম, তারপর ফ্যাকস তারপর আরো জলদি পাটানোর জন্যি ইমেল আইসে তত্য পাটানো কিরাম উইচোত্তে ঢালে পানি গড়ানোর মতো সহজ হইয়ে গেচে তাই নিয়ে বয়ান দেচ্চে।
এতক্ষন আমাগের এক ম্যা’ভাই ঝিম মাইরে বয়ান শুনতিলো। তার আবার কতার মদ্দি ফোড়ং মাত্তি না পাল্লি প্যাটের ভাত চল্লা হইয়ে থাকে হজমি হতি চায় না। কিন্তুক ছ্যামড়া যে সব কতা কচ্চিল তার মদ্দি হুল ফুটোনোর জাগা ম্যা’ভাই পাচ্চিল না। তেবে যেই ইমেইল কইরে চট জলদি খবরা খবর পাটানোর বিষয়ডা উসায়েচে সেই ম্যা’ভাই বাগড়া দিয়ে উইটে কচ্চে, শোন তুমি যতই কও, ই মেইল জলদি খবর ছড়ায় কিন্তুক এর চাইতি জলদি খবর ছড়ানোর উপায় সব আমলেই ছিলো একনও আচে। ম্যা’ভাইর কতা শুইনে স¹লি গা ঝাড়া দেচে। এতক্ষন একমুকি কতা হচ্চিল একন অন্তত একজন বান্দাল দেচে। ম্যা’ভাইর কতা শুইনে সেই জানলেয়ালা ছ্যামড়াও থতোমতো খাইয়ে গেচে। কচ্চে ইমেলের আগে খবর জলদি আগে কিডা দিতো চাচা। ম্যা’ভাই এবার স্যায়না চালি কলে সারাজীবন তুমাগের ইমেলের চাইতি জলদি খবর ছড়ায় ফিমেল। শোনোনি ঢাকের বাড়ির চাইতে চুপার বাড়ি বেশী দৌড়োয়। ছ্যামড়াডা বিয়াকুপ হওয়ার জুগাড় দেইকে আমি কলাম ম্যা’ভাই চুপারবাড়ি এট্টা আদ্দেক নমুনা দেও দিনি। ম্যা’ভাই আমার দিকি তাগায় কলে মহাথির মুহাম্মদ একনো বহাল তবিয়তে বাইচে আচে পিপার পত্রিকা কচ্চে কিন্তুক মইরে গেচে!
চুপার বাড়ির কতা হুহু কইরে ছড়ায় যাচ্চে, কেউ পাইত্তেচে ঠেকাতি? চুপার বাড়ির মদ্দি মেল ফিমেল কনতে আইসলো ঘোরে পইড়ে গেলাম।
ইতি-
অভাগা আক্কেল চাচা
০১৭২৮৮৭১০০৩