Published : Thursday, 23 June, 2022 at 9:41 PM, Count : 198

যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায় বলেছেন, আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল যেকোনো দুর্যোগ এবং সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশের সব অর্জনের সঙ্গে আওয়ামী লীগের নাম জড়িয়ে আছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের কল্যাণে কাজ করছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি রণজিৎ আরও বলেন, সারা বিশ্বের মধ্যে উন্নত সেতু হচ্ছে আমাদের পদ্মাসেতু। এ সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই সম্ভব হয়েছে। শুধু তাই নয়, দেশ এখন উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিতে হবে।
সভায় আরও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আতিয়ার রহমান সরদার, বীরমুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার, অধ্যক্ষ আজগর আলী, শচিন্দ্র নাথ বিশ্বাস, গোলাম সরোয়ার, ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, আমিনুর রহমান সরদার, মিজানুর রহমান, যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন, মহিলা লীগ নেত্রী জাকিয়া সুলতানা, যুব মহিলা লীগের আহবায়ক সালমা খাতুন, যুগ্ম আহবায়ক রণি ভৌমিক, স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক রজিবুল ইসলাম এবং টিপু সুলতান।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এমপি রণজিৎ কুমার রায়। পরে কেক কাটা হয়।