gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শিক্কের কোন শেষ নেই (ভিডিও)
প্রকাশ : শুক্রবার, ১ জানুয়ারি , ২০২১, ০৯:১৬:২০ পিএম
:
1609514208.jpg
ভোট আমাগের কাচে উসসবের আরাক নাম। সে জনপোতিনিধি বাছাখুটা ভোট হোক, কিম্বা পাড়া মহল্লায় টাউন বাজারের সভা সমিতির কমিটি গড়ার ভোট হোক। কোন জাগায়ই উসসাহের ভাটা নেই। ভোট আসা মানেই সালাম কালাম কুলাকুলি, হাত ধরাধরি ইডা সিডা আরো কত কি! করোনা আইসে সে সব পিরায় কাইজেই গেচে। তবু যাইগের এই সব স্বভাবে দাড়ায় গেচে তারাতো থির থাকতি পারে না। আড়ে আবডালে হলিও এ সব চালায় যাচ্চে। তেবে এট্টু জিনুস তামান জাগায় ছড়ায় গেচে, সিডা হচ্চে ভোটের ফল কি কইরে নিজিগের দিকি বাগায় আনা যায়, সিডা নিয়ে রীতিমত ইঞ্জিয়ারিং চইলতেচে। ছলে বলে কলে কৌশলে হ্যামন কোন তরিকা নেই যিডা কত্তি তারা পিছপা হয়। এই নিয়ে সেদিন কতা উসাতিই একজন কলে, দেইকো কয়দিন পর আবার ইলেকশন ইঞ্জিয়ারিং নামে কোস চালু না হইয়ে যায়। যারা ভোটের আগে ভোটে জিতার নকশা আকায়, তারা একাকজন জ্ঞান গরিমায় ফাস কিলাস গেজেটেড বুদ্দিজীবী। বাপরে বাপ হ্যামন হ্যামন বুদ্দি পাতায় রাকপে যা অনেকের মাতায়ই খেলবে না। ভোটে গড়া খাওয়ার পর বুজদি পারে কি খাইন বাইদলো। এই সব মারফতি ব্যাপার স্যাপার আর কি!  যে ভোটে ভুটার এক সের সে ভোটে কোচাররা সেরের ওপর আড়াইসের। ভোট নিয়ে দু’কতা লিকার হেতু হচ্চে পশশুদিন আনকা এট্টা খবর পড়লাম। সিডাও ভোট নিয়ে। আমাগের যশোরের শংকরপুর গোলপাতা মসজিদির কমিটি গড়ার জন্যি কাল বচরের পেত্তম দিনি ভোট হইয়েচে। হ্যাতোদিন দেইকে আসতিচি মসজিদির কমিটি ময় মুরুব্বীরা বইসে ঠিক ঠাক কইরে দেচেন কিডা কোন দায়িত্ত পালন করবে। একন উজোন ভাটি সুমায়, ময় মুরুব্বী পন্তিক সিদ্দান্ত যাওয়ার আগেই চুতা হইয়ে যায় কমিটির কিডা কনে থাকপে। কিন্তুক মসজিদ কমিটি গড়তি পেসিডেন আর সেক্রেডারী পদে ভোট কোনটোয় হইয়েচে আমার জানা ছিলোনা। শুক্কুরবার ব্যানবেলা আট্টাত্তে বেলা এগারডা পন্তিক মসজিদি টানা তিনঘণ্টা ভোট নিয়া হইয়েচে। মোট দুশ’ ছত্তিরিশ জন ভুটারের মদ্দি দুশ’  তেইশজন ভোট দেচেন। এর মধ্যে পাচটা ভোট কাইজে গেচে। গুনাগুনি শেষে তাজউদ্দিন চাচা পেসিডেন আর আজিজুল চাচা সেক্রেডারী পদে বিজয়ী হইয়েচেন। এদ্দিন পর বুজলাম মুরুব্বীরা কিয়েত্তি কইয়েচেন, শিক্কের কোন শেষ নেই, মাইর খাওয়ার কোন বয়েস নেই।ইতি-অভাগা আক্কেল চাচা০১৭২৮৮৭১০০৩

আরও খবর

🔝