gramerkagoj
রবিবার ● ২৮ এপ্রিল ২০২৪ ১৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মহেশপুর সীমান্তে মানুষের মধ্যে আতংক

❒ ৩৪ অণুপ্রবেশকারীর মধ্যে ৩ জনের করোনা পজিটিভ

প্রকাশ : রবিবার, ২৩ মে , ২০২১, ১২:১২:০৭ পিএম
রাজিব হাসান, ঝিনাইদহ ::
1621750377.jpg
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় সীমান্তের মানুষের মধ্যে দেখা দিয়েছে আতংক। অবৈধ পথে দু’দফা ভারত থেকে আসা ৩৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের সবার করোনা পরীক্ষা করা হলে তিন জনের পজিটিভ হলে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে। বর্তমানে বৈধ প্রক্রিয়ায় ভারত থেকে আসা ৮ জনসহ অবৈধভাবে আসা ৩১ জনকেও আদালতের মাধ্যমে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকি ১৫৯ জনের কোয়ারেন্টাইন শেষ হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। ঝিনাইদহ সদর হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ হারুন-অর রশিদ জানান, চলতি মাসের ১০ তারিখে মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অণুপ্রবেশের সময় ২৮ জন ও ১৫ তারিখে ৬ জন বাংলাদেশিকে বিজিবি আটক করে। পরে তাদের থানা পুলিশে সোর্পদ করলে তারা মামলা করে আদালতে পাঠিয়ে দেন। আদালত তাদেরকে জেলা প্রশাসনের মাধ্যমে শহরের পিটিআই, আজাদরেস্ট হাউজ ও এইড কমপ্লেক্সে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেন। করোনা পরীক্ষা করা হলে তাদের মধ্যে তিন জনের পজিটিভ হয়। গত মঙ্গলবার তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।  এদিকে বৈধ পক্রিয়ায় যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ১৬৭ জনকে ঝিনাইদহের এই তিনটি প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইনে রাখা হয়। তাদের মধ্যে ১৪ দিন পূর্ণ হওয়ায় ১৫৯ জনকে ১৭ ও ১৮ তারিখে ছাড়পত্র দেওয়া হয়। তিনি আরও জানান, যারা অবৈধভাবে এসেছে তাদের কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেওয়া হলেও আবার পুলিশের মাধ্যমে তাদেরকে আদালতে পাঠানো হবে।আর সীমান্তের মানুষ জানান, যেভাবে রাতের আঁধারে লোকজন সীমান্ত দিয়ে বিজিবির চোঁখ ফাকি দিয়ে দেশে প্রবেশ করছে তাতে আমরা শংকিত।

আরও খবর

🔝