Published : Tuesday, 12 January, 2021 at 11:19 AM, Update: 12.01.2021 11:37:35 AM, Count : 583

যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপুকে আটকের প্রতিবাদে মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কেশবপুরে সড়ক অবরোধ হয়েছে।
বেলা ১১টায় ১৫ মিনিটে অবরোধ তুলে নেয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কেশবপুর উপজেলা শহরের ত্রিমোহিনী মোড়ে সকাল ৮টা থেকে অবরোধ শুরু হয়। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যশোর-চুকনগর সড়কের প্রায় তিন কিলোমিটারে তীব্র যানযটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ।

সড়ক অবরোধের নেতৃত্ব দেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, শেখ এবাদত সিদ্দিকী বিপুল ও কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদ, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা আফছার উদ্দীন গাজী, আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলু।
এস এম রুহুল আমিনের বক্তৃতার পর বেলা সোয়া ১১টায় অবরোধ তুলে নেয়া হয়।
এদিকে, সকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মণিরামপুর সার্কেল) শোয়েব আহমেদ খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
উল্লেখ্য, সোমবার রাতে যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপুসহ চারজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে দাবি করেছেন দলের নেতারা।