Published : Wednesday, 13 January, 2021 at 6:32 PM, Count : 763

১৮ জানুয়ারি বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররাও একই ভেন্যুতে নিজেদের মধ্যে ১৪ ও ১৬ জানুয়ারি খেলবে দুটি ম্যাচ।
২০ জানুয়ারি মিরপুরে টাইগারদের বিপক্ষে ক্যারিবীয়দের মূল লড়াইয়ের আগে সাভার বিকেএসপিতে অনুষ্ঠিতব্য তিনটি ম্যাচেই থাকছে না সাংবাদিকদের প্রবেশাধিকার। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে বিকেএসপিতে ১৪, ১৬ ও ১৮ জানুয়ারির ম্যাচে সংবাদকর্মীদের প্রবেশাধিকার থাকবে না। বিসিবি ম্যাচগুলোর ছবি ও ভিডিও হাইলাইটস সংবাদমাধ্যমকে সরবরাহ করবে।
উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হবে ২০ জানুয়ারি। পাঁচ সপ্তাহের সফরে ক্যারিবীয়রা খেলবে তিন ওয়ানডে ও দুটি টেস্ট।