Published : Wednesday, 13 January, 2021 at 7:16 PM, Count : 75

বাগেরহাটের মোরেলগঞ্জে বুধবার সুপারি বাগান থেকে মাদ্রাসা শিক্ষক শহিদুল ইসলাম হাওলাদারের (৫২) মরদেহ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার হোগলাপাশা গ্রামের মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে।
এলাকাবাসী জানান, বুধবার সকাল ৯টার দিকে ইউনিয়নের দাসখালী গ্রামের আলমগীর হাওলাদারের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শহিদুল ইসলাম পিরোজপুর জেলার নামাজপুর সাকিনা হামিদ দাখিল মাদ্রাসার শিক্ষক। তার স্ত্রী ও দু’টি ছেলে সন্তান রয়েছে।
সুপারি বাগানের পাশের বাসিন্দা সুধারানী মজুমদার বাগানে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ খবর পেয়ে শিক্ষক শহিদুলের মরদেহ উদ্ধার করে। রাতের আঁধারে গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে অনেকে ধারণা করছেন।
মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। শহিদুল ইসলামের মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।