Published : Friday, 15 January, 2021 at 9:10 PM, Count : 176

যশোর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুশ’ মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শুক্রবার বিকেলে শহরের রায়পাড়া এলাকায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজুজামান।
প্রধান আলোচক ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি হোসনে আরা হেনা ও দেলোয়ারা বেগম, যুগ্ম সম্পাদক শাহনাজ পারভীন ও দীল আফরোজ লিপি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দিন মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সমীর কুন্ডু, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহিম হোসেন, পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম বড়ুয়া, ছাত্রলীগের সাবেক নেতা আশরাফুজ্জামান ইমন প্রমুখ।