Published : Thursday, 21 January, 2021 at 8:31 PM, Count : 244

যশোরে প্রতারণার অভিযোগে মায়ের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক মেয়ে। বৃহস্পতিবার মামলাটি করেছেন শহরের বকচর এলাকার ফিরোজ উদ্দিনের মেয়ে সোনিয়া খাতুন। মা ঘোপ নওয়াপাড়া রোডের বস্তি এলাকার বাসিন্দা ফিরোজা খাতুনকে এ মামলায় আসামি করেছেন তিনি। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন বিষয়টি আমলে নিয়ে কোতোয়ালি থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদী উল্লেখ করেছেন, ২০১৫ সালের ৩ মার্চ সোনিয়া আরব আমিরাতে যান। সেখানে তিনি গৃহকর্মীর কাজ করতেন। ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি তিনি দেশে চলে আসেন। বিদেশে থাকাকালীন দেশে মায়ের কাছে তিনি সাত লাখ টাকা পাঠিয়েছিলেন বলে মামলায় উল্লেখ করেছেন। দেশে ফিরে সেই টাকা ফেরত চাইলে ২০১৮ সালে ফেরত দেবেন বলে জানান মা ফিরোজা। ২০১৮ সালে ওই টাকা চাইলে ২০১৯ সালে ফেরত দেয়ার কথা বললেও দেননি ফিরোজা। এক পর্যায়ে ২০২০ সালে টাকা ফেরতের অঙ্গীকার করলেও আজ পর্যন্ত তিনি একটি টাকাও ফেরত দেননি। এ কারণে বাধ্য হয়ে বৃহস্পতিবার মেয়ে সোনিয়া আদালতে মায়ের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন।