Published : Thursday, 21 January, 2021 at 9:11 PM, Count : 479

যশোর শহরতলির শেখহাটিতে জুয়েল হোসেন (২৫) নামে এক যুবককে অপহরণের পর মারপিট করেছে শ্বশুর বাড়ির লোকজন। গুরুতর অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তিনি সদর উপজেলার সুলতানপুর গ্রামের মশিয়ার সরদারের ছেলে।
আহত জুয়েল জানান, তার সাথে ছোট শেখহাটি এলাকার বাবু ওরফে পান বাবুর মেয়ে রানুর বিয়ে হয়। বিয়ের পরও তার স্ত্রী মোবাইল ফোনে বিভিন্ন ছেলের সাথে পরকীয়া করে আসছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে একাধিকবার ঝগড়া হয়। কিছু বলতে গেলেই স্ত্রী তার নামে নারী নির্যাতন মামলার হুমকি দিতো। সম্প্রতি তিনি স্ত্রীর সাথে এক যুবকের অপকর্ম হাতেনাতে ধরে ফেলেন। এরপর থেকেই স্ত্রী বাপের বাড়িতে অবস্থান করছিল। এনিয়ে দু’পরিবারের আলোচনার মাধ্যমে তাদের তালাকের সিদ্ধান্ত হয়। ২২ জানুয়ারি তালাক সম্পন্ন করার কথা ছিল। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে শ্বশুর পান বাবু তাকে মোবাইল ফোন করে শেখহাটিতে আসতে বলেন। তিনি শেখহাটিতে আসলে একটি প্রাইভেটকারে তুলে ফাঁকা মাঠের মধ্যে নিয়ে বস্তায় ভরে এলোপাতাড়ি মারপিট করা হয়। ওই সময় তার চিৎকার শুনে স্থানীয়রা খবর দিলে কোতোয়ালি থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।