Published : Sunday, 24 January, 2021 at 8:55 PM, Count : 76

জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় মিশন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার যশোর জেলা জাকের পার্টির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি হাসানুর জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা ইদ্রিস আলী মোল্লা, ও আনছারুল হক বাবুল। এছাড়া, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সহসভাপতি মিজানুর রহমান মিজান, জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক ফারুখ হোসেন, জেলা কৃষক ফ্রন্টের সহসভাপতি হাসেম আলী, জেলা জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের সহসভাপতি জাকির হোসেন অপু ও ছাত্র ফ্রন্টের এম এম কলেজ শাখার সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ।