Published : Wednesday, 24 February, 2021 at 8:14 PM, Count : 134

আগামী ২৮ ফেব্রুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ নির্বাচন পরিচালনাসংশ্লিষ্ঠদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার সকাল ৯টায় সরকারি এম ইউ কলেজের ৯টি কক্ষে ২১ জন প্রিজাইডিং অফিসার, একশ’ ৩৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার, দুশ’ ৭০ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। মোট ১১ জন প্রশিক্ষক আধুনিক ও নতুন ইভিএম পদ্ধতির কলাকৌশল সম্পর্কে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করছেন। প্রশিক্ষণের অংশ হিসেবে দু’দিন পর ২৬ ফেব্রুয়ারি প্রশিক্ষণার্থীরা অংশ নেবেন পরীক্ষামূলক মকভোটিং-এ। এর মাধ্যমে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা কতটুকু ইভিএম আয়ত্ব করতে পারলেন তার সফলতা যাচাই করা হবে।
নির্বাচনে দায়িত্বরত সহকারী রিটার্নিং অফিসার আলমগীর হোসেন বলেন, কালীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ৩৮ হাজার চারশ’ ৮৪। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল প্রকার প্রস্ততি সম্পন্ন হয়েছে। ইভিএম এ এলাকার ভোটার ও ভোট গ্রহণে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের কাছে এটা আধুনিক ও নতুন পদ্ধতি। পদ্ধতিটা সহজ হলেও সকলের বোঝার সুবিধার্থে প্রশিক্ষণ জরুরি। পোলিং অফিসাদের এক দিনের প্রশিক্ষণ দেয়া হলেও ভোট গ্রহণের সাথে জড়িত অন্য কর্মকর্তাদের দু’দিন প্রশিক্ষণ প্রদান করা হবে।