Published : Sunday, 28 February, 2021 at 8:05 PM, Count : 179

গায়ক থেকে নায়ক হলেন তিনি। তিনি দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক শাফিন আহমেদ। এবার সিনেমার নায়ক হতে চলেছেন এ ব্যান্ড তারকা। রোববার দুপুরে ‘রহস্য ঘেরা শহর’ শিরোনামে একটি কিশোর থ্রিলার সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই গায়ক। সিনেমাটি পরিচালনা করছেন তারেক মুহাম্মদ খান।
আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে আগামী ১১ মার্চ থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শাফিন আহমেদ ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শহিদুজ্জামান সেলিম, ফারুক আহমেদ, ডা. এজাজ, সুমন পাটোয়ারি, সামিন, মানিক, সপ্তর্ষীসহ অনেকে। প্রাথমিক তথ্য অনুসারে একজন রহস্যমানব হিসেবে শাফিনকে দেখতে পাবেন দর্শক।