Published : Tuesday, 6 April, 2021 at 7:44 PM, Update: 06.04.2021 7:48:52 PM, Count : 119

সম্প্রতি ভারতীয় এক বেসরকারি চ্যানেলে দেখানো হয়েছে ‘মিরচি বাংলা মিউজিক অ্যাওয়ার্ড’ । কিছুদিন আগে এই অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয় এবং সম্প্রচারিত হয় রবিবার। এই অনুষ্ঠানে জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হয় নচিকেতা চক্রবর্তীকে। কিন্তু অজানা কারণেই নচিকেতার ‘লাইফ টাইম অ্যাসিভমেন্ট’ অ্যাওয়ার্ড দেয়ার কোনো অংশই দেখানো হয়নি। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় একটি গণমাধ্যম। সম্প্রচারে জীবনকৃতি সম্মান অংশ বাদদেওয়াতে অসম্মানিত নচিকেতা। তিনি ও তার ভক্তরা ফুঁসছেন ক্ষোভে
নচিকেতা বলেছেন ‘আমাকে পুরস্কার দেবে বলে নিয়ে গিয়েছিলেন ওনারা। আমি অ্যাওয়ার্ড নেওয়ার সময় জানতে পারি আমায় জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হচ্ছে। আমি মঞ্চে উঠে বলি-আমার খুব ভালো লাগছে আমাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। কিন্তু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের মধ্যে তো একটা অবসরের গন্ধ আছে। আমি তো এখনও অবসর নিই নি, আমি দিব্যি কাজ করে যাচ্ছি, আমায় রিটায়ার করিয়ে কার লাভ সেটাই বুঝিনি আমি। পুরস্কারটা আমার খুব পছন্দের, আমি এই পুরস্কার গচ্ছিত রেখে যাচ্ছি, যেদিন আমি অবসর নেব সেদিন এই পুরস্কার নিয়ে যাব। এই বলে আমি মঞ্চ থেকে নেমে যাই। কেউ আমার এই বক্তব্যকে সম্মান টুকুও জানান নি তখন। স্তম্ভিত হয়েছিলেন দর্শকরাও। তবে তারপর যে জায়গায় সবচেয়ে টিআরপি তুলতে পারত সেই অংশই বাদ দিয়ে দিল, আমায় ডিলিট করে দিল পুরো অনুষ্ঠান থেকে। আমি অপমানিত।’সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন নচিকেতার ভক্তরা। নিন্দার ঝড় দর্শক মহলেও। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় কতৃপক্ষের কাছ থেকে উত্তর চান।